Home District সিতাইয়ে WBTPTA সিতাই সার্কলের শিক্ষক দিবস কর্মসূচিতে উপস্থিত বিধায়ক

সিতাইয়ে WBTPTA সিতাই সার্কলের শিক্ষক দিবস কর্মসূচিতে উপস্থিত বিধায়ক

164
0

সিতাই :সোমবার সকালে সিতাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানে মধ্য দিয়ে ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ-এর জন্মদিন তথা শিক্ষক দিবস পালিত হল। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সিতাই সার্কেলের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। উপস্থিত ছিলেন সিতাই-এর বিধায়ক তথা শিক্ষক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, শিক্ষিকা ও পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা রায় বসুনীয়া, সিতাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অনিমেষ ভট্ট, প্রাক্তন শিক্ষক মুক্তিপদ মন্ডল, চামটা এসসি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুধীর চন্দ্র বর্মন, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সিতাই সার্কেলের সভাপতি বিশু রায় প্রামাণিক সহ অন্যান্য বিশিষ্ঠ জনেরা। এদিন ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন বিধায়ক। এরপর অনুষ্ঠানে তিনি আজকের দিনটির তাৎপর্য সবিস্তারে আলোচনা করেন।

Previous articleবাগডোগরায় কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান
Next articleশিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দুই ছাত্রীর মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here