নিজস্ব সংবাদদাতা, কলকাতা : সারদায় গচ্ছিত অর্থ ফেরানোর বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট। সোমবার সেবি ও ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে টাকা ফেরানোর নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ। একাধিক মামলার প্রেক্ষিতে হওয়া শুনানি চলাকালীন এই নির্দেশ দেওয়া হয়। প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারের কমিটির কাছে বিক্রি হওয়া সম্পত্তির অর্থ অবিলম্বে জমা করতে হবে ইডি, সেবি, সিবিআইকে। এই নির্দেশ দিল উচ্চ আদালত। এরপর আমানতকারীদের সেই টাকা ফেরাবে কমিটি।
আইনজীবী শুভাশিস চক্রবর্তী বলেন, সারদার মোট ১৫০০ কোটি টাকা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রাজ্য সরকারের কাছে । অবিলম্বে সেই টাকা যেন আমানতকারীদের ফিরিয়ে দেওয়া হয় । রাজ্য সরকার ১৪০ কোটি টাকা হাতে পেয়েছে সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করে। এই দাবি করেন মামলাকারী আইনজীবী। এদিকে ১৩০০ কোটি টাকা রয়েছে সিবিআই, ইডি-র হাতে। অবশ্য আইনি জটিলতার জেরে আমানতকারীদের হাতে টাকা তুলে দেওয়া যায়নি ।
উল্লেখ্য, সম্প্রতি সারদা–কর্তা সুদীপ্ত সেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের মুখ খুলেছেন। তিনি আদালতে দাবি করেছেন, তাঁর থেকে টাকা নিয়েছেন এই বিজেপি নেতা। আর তারপরই তোপ দাগে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবি জানায় তাঁরা । সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের সামনে শুভেন্দুর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল। সেখানে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, বিধায়ক বাবুল সুপ্রিয়, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও দলের যুবনেত্রী সায়নী ঘোষ।