ডাঃ সুবীর কুমার ঘোষ
মোরা প্রতিবন্ধী
প্রতিবন্ধকতায় মোদের সমস্যা,
অবহেলা-ঘৃণা করে সমাজ থেকে
দূরে ঠেলে দিও না মোদের।
কেউ খঞ্জ, কেউ অন্ধ,
কেউবা মুক- বধির….,
তবুও মোরা জয় করতে পারি পৃথিবীকে –
ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক
খেলোয়াড়, সাহিত্যিক, শিল্পী হয়ে-
সমাজকে করতে পারি গর্বিত।
মোরা এগিয়ে যেতে পারি
সামনের দিকে,
সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে-
সামান্য সহযোগিতা পেলে।