আসানসোল: সানমার্গ চিটফান্ডের লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছে দুর্গাপুর মোহনবাগান-সেল ফুটবল অ্যাকাডেমির সচিব তপন রায়কে। বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন দুর্গাপুরের বাড়ি থেকে তপন রায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। শুক্রবার আসানসোল আদালতে অভিযুক্তকে তোলা হলে তাঁর জামিনের জোরালো আবেদন করা হয়। কিন্তু জামিনের তীব্র বিরোধিতা করে একাধিক তথ্য তুলে ধরেন সিবিআইয়ের আইনজীবী। দু’পক্ষের সওয়াল শুনে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযুক্তকে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। সিবিআইয়ের আইনজীবী শিবেন্দ্র সাচেন বলেন, সানমার্গ চিটফান্ডের বিপুল পরিমাণ টাকা তছরূপ করেছেন তপন রায়। সেই টাকা ফুটবল অ্যাকাডেমিতেও ব্যবহার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আমরা জামিনের বিরোধিতা করার পর বিচারক অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।