Home Literature সাধ ও সাধ্য

সাধ ও সাধ্য

243
0
Two young men smiling and laughing at urban scene.

দীননাথ চক্রবর্তী

সাধ্য না থাক সাধই জীবন
রাতের জোছন ভালবাসা ,
ঝরঝর বৃষ্টি ধারায় মরুভূমি
শিশু পুলক অকৃত্রিম ওষ্ঠ চুমি
শূন্য যত ভরিয়ে খাস আশা ।

হয়তো তুমি পারোনা অনেক কিছু
মেটাতে কারোর চাওয়া ,
তবু ইচ্ছাটুকু থাকে যেন হাসিমুখে
হেসেখেলে আলাপে সুখেদুখে
সেযে হৃদয়ে দখিনা হাওয়া ।

যদি না পারো বাসতে ভালো
তবু নিজেরে ভালোবেসো ,
ফুলের মতো সৌরভে সুগন্ধে
প্রকাশে প্রকাশে সুরে সুরে ছন্দে
একটু কাছে এসো।

Previous article“ভেড়ার দলে রাজা শেয়াল”
Next articleবর্ষার ইতিকথা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here