দিল্লি: দিল্লির মুখার্জি নগরে একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের উচ্ছেদের নোটিস জারি করল দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)। সাতদিনের মধ্যে বাসিন্দাদের ফ্ল্যাট খালি করা নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ২০০৭-’০৯ সালের মধ্যে তৈরি হয়েছিল অ্যাপার্টমেন্টটি। মোট ৩৩৬টি ফ্ল্যাট ছিল তাতে। সম্প্রতি এই অ্যাপার্টমেন্টের নির্মাণে বেশ কিছু গলদ এমসিডির চোখে পড়েছে। এই কারণে সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির উন্নয়ন কর্তৃপক্ষ। রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এত কম সময়ের মধ্যে ফ্ল্যাট ছাড়া সম্ভব নয়।