Home Kolkata সাত দফা দাবি নিয়ে বিক্ষোভ কলকাতা পুরসভায়

সাত দফা দাবি নিয়ে বিক্ষোভ কলকাতা পুরসভায়

203
0
সাত দফা দাবি নিয়ে বিক্ষোভ কলকাতা পুরসভায়
সাত দফা দাবি নিয়ে বিক্ষোভ কলকাতা পুরসভায়

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শনিবার কলকাতা পুরসভায় বিক্ষোভে সামিল হলেন পুরকর্মীরা। বকেয়া ডিএ সহ মোট সাত দফা দাবি জানিয়ে এই বিক্ষোভ দেখান তারা। পুরসভার অন্দরেই বিক্ষোভ অবস্থান শুরু করেন তারা। যদিও সেজন্য নাগরিক পরিষেবা ব্যাহত হয়নি । তবে ভবিষ্যতে পরিষেবা বন্ধ রেখে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। জানা গিয়েছে, পুরসভার ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সদস্যরা শূন্যপদ পূরণ, পদোন্নতি, বকেয়া ডিএ-সহ মোট সাত দফা দাবিতে এই আন্দোলনে নেমেছেন।
নিয়ম অনুযায়ী, রাজ্যের অনুমতি ছাড়া কোনও চুক্তি ভিত্তিক আধিকারিকের হাতে পুরসভার প্রশাসনিক দায়িত্ব দেওয়া যায় না। অথচ পুরসভার এক ডিজি ও ৪ ডেপুটি ইঞ্জিনিয়ারকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করে ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন। যদিও এই পাঁচ আধিকারিককে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের অভিযোগ, ফাঁকা পদ পূরণ না করে বর্তমান কর্মচারীদের পদোন্নতি না করে অবসরপ্রাপ্ত আধিকারিকদের বিভিন্ন দফতরে নিয়োগ করছে পুরসভা। আন্দোলনকারীদের দাবি, অস্থায়ী কর্মচারীদের স্থায়ী পদে নিয়োগ করতে হবে। অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা যাবে না।
এদিকে বাম কাউন্সিলার মধুছন্দা দেব ইঞ্জিনিয়ারদের এই দাবিগুলিকে সমর্থন জানিয়েছেন। আসন্ন মাসিক অধিবেশনে এই বিষয়গুলি তুলবেন। এদিকে ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন শুরু করেছেন পুরসভার ক্লার্কস ইউনিয়ন। করণিকদের অভিযোগ, অবসরকালীন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ক্লার্কস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিতাভ ভট্টাচার্য বলেন, আমাদের দাবি না মানলে পুর পরিষেবা স্তব্ধ করে দেওয়া হবে।

Previous articleঅগ্নিপথ প্রত্যাহারে বাধ্য হবে মোদী সরকার: রাহুল গান্ধী
Next articleঅগ্নিপথ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ থামাতে বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here