কলকাতা: কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে হুমকি এবং মারধরের অভিযোগ। বৃহস্পতিবার এবিষয়ে কামারহাটি থানায় অভিযোগও দায়ের হয়েছে। ঘটনার পর থেকে আতঙ্কে নিজের নামও সংবাদমাধ্যমে প্রকাশ করতে ভয় পাচ্ছেন আক্রান্ত জুনিয়র ডাক্তার। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরেই ইন্টার্ন ভবনে জুনিয়র ডাক্তারদের রুম দখল করে রাখা নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। এরপর থেকেই তাঁকে উত্ত্যক্ত করা হচ্ছিল। তাঁকে হুমকির মুখেও পড়তে হয়। এরপর রাতে তাঁর উপর চড়াও হয় অন্যান্য চিকিৎসক পড়ুয়ারা। তাঁকে মারধর করার পাশাপাশি হস্টেলের ঘরে আটকে রাখা হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার তিনি কামারহাটি থানায় অভিযোগ দায়ের করেন। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকেও জানান তিনি। পুলিস জানিয়েছে, শুক্রবার কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে। কলেজের তরফে ব্যবস্থা নেওয়া না হলে, পরে যদি ফের অভিযোগকারী থানায় আসেন, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।