মুম্বই, ৫ সেপ্টেম্বর: গতকাল এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রয়াত হলেন টাটা গ্রূপের প্রাক্তন কর্ণধার সাইরাস মিস্ত্রী। তিনি সাপুরজি পালানজির ম্যানেজিং ডিরেক্টর। জানা গিয়েছে, এদিন তিনি আহমেদাবাদ থেকে মুম্বইয়ের দিকে রওনা হয়েছিলেন। তাঁর সঙ্গে গাড়ির চালক ছাড়াও আরও একজন ছিলেন। দুপুর তিনটে নাগাদ মহারাষ্ট্রের পালঘরে সূর্য নদীর উপর সেতু অতিক্রম করার সময় ঘটে এই দুর্ঘটনা। সেতুর ডিভাইডারে ধাক্কা মারে তাঁর মার্সিডিজ গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইরাস মিস্ত্রির। বাকিদের আহত অবস্থায় গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে তাঁর আকস্মিক প্রয়ানে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত স্তরের বিশিষ্টরা।