তমলুক: স্কুলজীবনের সহপাঠীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও অন্তরঙ্গ মুহূর্তে ছবি ভাইরাল করার ঘটনায় এক পুলিসকর্মীকে গ্রেপ্তার করা হল। ধৃতের নাম কৌশিক দাস। বাড়ি ময়না থানার বাঁশদা গ্রামে। ধৃত যুবক তিন বছর আগে পুলিসে চাকরি পায়। পুরুলিয়ায় ১১ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিল। রবিবার সেখান থেকে ময়না থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। তিন মাস ধরে ওই যুবতীর সঙ্গে সহবাস করার পর বিয়ে নিয়ে টানাপোড়েনের জেরে গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেয় ধৃত পুলিসকর্মী। ময়না থানার ওসি গোপাল পাঠক বলেন, ধৃত যুবককে আমরা পাঁচদিনের হেফাজতে নিয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।