নিজেস্ব সংবাদদাতা, কলকাতা: সম্পূর্ণ সিলেবাসের ওপর হবে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শনিবার এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, স্কুলে যেহেতু পুরোদমে পঠনপাঠন শুরু হয়েছে, তাই সংসদ চায় গোটা সিলেবাসের ওপর পরীক্ষা হোক। এটা ধরে নিয়ে প্রস্তুতি নিক শিক্ষক ও ছাত্রছাত্রীরা। পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদলাতে পারে।
উল্লেখ্য, গত তিন শিক্ষাবর্ষে করোনার জেরে নিয়ম মেনে সঠিকভাবে পরীক্ষা হয়নি। ২০২০ সালে উচ্চ মাধ্যমিকে বাদ দেওয়া হয় বেশ কয়েকটি পরীক্ষা। চূড়ান্ত ফল তৈরি করা হয়েছিল টেস্টের ফলের ওপর ভিত্তি করে। ২০২১ সালে পরীক্ষা হলেও ২০২২ সালে দীর্ঘ সময় স্কুলে পঠনপাঠন বন্ধ ছিল। সেজন্য সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়। হোম সেন্টারে পরীক্ষা দিয়েও অকৃতকার্য হয়েছেন প্রায় ১১ শতাংশ ছাত্রছাত্রী। সেই কারণেই এবার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।