সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তসংখ্যা বড় বড় অভিনেতা অভিনেত্রীদেরও হিংসার কারণ হতে পারে। বিভিন্ন সময়েই নিজের ‘হোম-মেড’ ভিডিয়ো পোস্ট করেন ভ্যালেন্তিনা নাপ্পি। শুধু ইনস্টাগ্রামেই তাঁর ৩০ লাখ ফলোয়ার রয়েছেন। সম্প্রতি আমেরিকার বিখ্যাত AVN পুরস্কার পেয়েছেন ভ্যালেন্তিনা। অ্যাডাল্ট ছবির ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। একে ‘অস্কার অব পর্ন’ও বলা হয়।
২৮ বছরের ভ্যালেন্তিনা আদতে ইটালির বাসিন্দা। প্রথম অ্যাডাল্ট ছবিতেই ঝড় তুলেছিলেন ভ্যালেন্তিনা। নেটদুনিয়ায় লক্ষাধিক বার দেখা হয়েছিল ভিডিয়োটি। এই কারণেই দ্রুত টপ পর্নস্টারদের তালিকায় জায়গা করে নেন ভ্যালেন্তিনা নাপ্পি।
ইনস্টাগ্রামে তাঁর ৩০ লাখ ভক্ত। গুগলের দৈনিক সার্চের মধ্যে তিনি অন্যতম। সম্প্রতি AVN পুরস্কারও পেয়েছেন। কথা হচ্ছে ভ্যালেন্তিনা নাপ্পিকে নিয়ে। এই মুহূর্তে পর্ন দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় তারকা। তাঁকে বলা হয় এই প্রজন্মের সবচেয়ে সুন্দরী পর্নস্টার।