কলকাতা, ৯ সেপ্টেম্বর: বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্রর ১৪ দিনের সিআইডি হেফাজত দিল আদালত। তাকে জেরা করে খুনের মোটিভ জানার চেষ্টা করছে গোযেন্দারা। সেজন্য তার হেফাজত চেয়ে আদালতে আবেদন জানায় রাজ্যের গোয়েন্দা বিভাগ। সেই আবেদনে সম্মতি জানিয়ে আপাতত ১৪ দিনের সিআইডি হেফাজত দিয়েছেন বিচারপতি।
এদিকে সত্যেন্দ্র ধরা পড়ার পর অতনু ও অভিষেকের বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা অভিযুক্তের মৃত্যুদণ্ডের আবেদন দাবি জানিয়েছে। পাশাপাশি খুনিদের যারা আশ্রয় দিয়েছিল তাদেরও শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা।