নয়াদিল্লি: সরাসরি নাম উল্লেখ করেনি সেবি। তবু আদানি কাণ্ডে শনিবার এই প্রথম বিবৃতি দিল বাজার নিয়ন্ত্রক সংস্থা। সেবি বলেছে, শেয়ার বাজারে যাতে সততা বজায় থাকে, তা নিশ্চিত করতে তারা দায়বদ্ধ। নজরদারির সব ব্যবস্থা মজুত রয়েছে। বিশেষ কোনও শেয়ারের মাত্রাতিরিক্ত অস্থিরতার মোকাবিলায় তৈরি সেবি। সরাসরি নাম উল্লেখ না করলেও এদিন সেবির এই বিবৃতি যে আদানি ইস্যুতে, সরকারি সূত্রে তা নিশ্চিত করা হয়েছে। সেবি বলেছে, একটি ব্যবসায়িক গোষ্ঠীর শেয়ার মূল্যে গত সপ্তাহে ‘অস্বাভাবিকতা’ লক্ষ্য করা গিয়েছে। সেবির দায়িত্বের মধ্যে পড়ে, শেয়ার বাজার যাতে সুশৃঙ্খলভাবে ও দক্ষতার সঙ্গে কাজ করে। এজন্য উপযুক্ত নজরদারি ব্যবস্থা রয়েছে। কোনও শেয়ারের দামে অস্থিরতা তৈরি হলে স্বয়ংক্রিয়ভাবে সুনির্দিষ্ট পরিস্থিতিতে নজরদারির সেই ব্যবস্থা চালু হয়।