নয়াদিল্লি: আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে সংসদ ভবন। মোট ১৪০ সিআইএসএফ জওয়ানকে মোতায়েন করা হচ্ছে। সংসদে দর্শনার্থীদের তল্লাশি এবং তাঁদের ব্যাগ পরীক্ষা করে দেখবেন তাঁরা। পাশাপাশি সংসদ ভবনের কর্মীদেরও জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পার্লামেন্টের জয়েন্ট সেক্রেটারি (নিরাপত্তা)।
গত ১৯ জানুয়ারির ওই নির্দেশে বলা হয়েছে, যে সব জায়গায় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে আগে রয়েছে সংসদ ভবন। সেজন্য সংসদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। সংসদের ভিতরে কোনও ছবি এবং ভিডিও তুলতে পারবেন না কর্মীরা। শুধু কর্মীরাই নয়, দর্শকদেরও সংসদের ভিতরে ছবি ও ভিডিও তোলা নিষিদ্ধ।
গত বছরের ১৩ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিতরে স্মোক ক্যানিস্টার নিয়ে হামলা চালিয়েছিল দুই যুবক। সেই ঘটনার সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিমানবন্দরের মতোই এক্স-রে, হ্যান্ড ডিটেক্টর দিয়ে দর্শকদের পরীক্ষা করা হবে। তাঁদের ব্যাগপত্র, জুতো, বেল্ট এবং জ্যাকেট স্ক্যান করার পরেই মিলবে দর্শকাসনে ঢোকার ছাড়পত্র।