Home National সংরক্ষণ ইস্যুতে ইয়েদুরাপ্পার বাড়ি ও অফিসে বিক্ষোভকারীদের হামলা

সংরক্ষণ ইস্যুতে ইয়েদুরাপ্পার বাড়ি ও অফিসে বিক্ষোভকারীদের হামলা

62
0

বেঙ্গালুরু: বিধানসভা ভোটের মুখে সংরক্ষণ ইস্যু ঘিরে উত্তপ্ত কর্ণাটক।   তফসিলি জাতির সংরক্ষণে আরও বিভাজনের সুপারিশ করেছে রাজ্যের বিজেপি সরকার। আর সেটাই এখন ব্যুমেরাং হয়ে উঠেছে। সুপারিশের বিরোধিতায় সরব হয়েছে বানজারা গোষ্ঠীর লোকজন। সোমবার তাঁদের বিক্ষোভ হিংসাত্মক চেহারা নেয়। এদিন শিমোগা জেলায় শিখারিপুরা শহরে  রাজ্যেরপ্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বাড়ি ও অফিসে বিক্ষোভকারীরা হামলা চালায় বলে অভিযোগ। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিস। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিস কর্মী ও বিক্ষোভকারী জখম হয়েছেন। পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে শহরে জারি হয়েছে ১৪৪ ধারা।

এদিন আচমকাই ইয়েদুরাপ্পার বাড়ির সামনে চলে আসেন বানজারা গোষ্ঠীর বিক্ষোভকারীরা। ছিলেন ভোভি গোষ্ঠীর লোকজন। তাঁদের মধ্যে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ইয়েদুরাপ্পার বাড়ি লক্ষ্য করে তারা পাথর ছুঁড়তে শুরু করে। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের পোস্টারেও আগুন ধরিয়ে তাদের ক্ষোভ উগরে দেয় প্রতিবাদকারীরা। পরিস্থিতি ঘোরাল হয়ে উঠতে দেখে তলব করা হয় পুলিসের অতিরিক্ত বাহিনী।  প্রতিবাদকারীদের দাবি, তফশিলি জাতি (টাচেবেল)-এর জন্য যৎসামান্য সংরক্ষণ দেওয়া হয়েছে। এই শ্রেণীরই অন্তর্ভুক্ত বানাজারা ও ভোভি গোষ্ঠী। 

Previous articleটা‌ইপ ১ ডায়াবেটিস আক্রান্ত পরীক্ষার্থীরা ওষুধ ও খাবার সহ জরুরি জিনিস নিয়ে যেতে পারবে
Next articleবৌদ্ধধর্মের তৃতীয় সর্বোচ্চ ধর্মগুরু নির্বাচন করলেন দলাই লামা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here