Home Literature “সংকীর্ণ যতো পথ”

“সংকীর্ণ যতো পথ”

229
0

অমল কুমার ব্যানার্জী

সংকীর্ণ যতো পথ আছে
জীবনের পথে পাখা মেলে উড়তে দেয় না সে।
সংকীর্ণ মন নিয়ে রাজা আজ রাজপথে ভিক্ষারির বেশ ।
ফকির, সে তো হেঁসে চলে আনমনে।

ধামাধরা যতো সভাসদ দিব্য চোখে ভবিষ্যত দেখে।
যতো সংস্কার অনাহূত, নির্বাসনে আজ।
সভ্যতার আলো দিশাহারা সংকীর্ণ পথে।
বোধশক্তি লুপ্তপ্রায় সংকীর্ণ সমাজে।

উদারতা আজ নির্বাসিত,
সংকীর্ণ মনের কুটিল ভ্রুকুটি রাজ করে।
সংকীর্ণ মনের প্রতিফলন মাঝে যতো প্রতিবাদ
অপবাদে পরিণত হয়।
সময়ের সাথে পরিবর্তন হয় জীবনের সমীকরণ।
প্রতিবাদ সব প্রতিহত আজ সংকীর্ণতা মাঝে।

সংকীর্ণতার পিছুটানেও আমি বসে আলোর সন্ধানে উদারতার খোঁজে।

Previous article“ফুল ফুটে”
Next articleসামান্য সহযোগিতা পেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here