Home International শ্রীলঙ্কায় জনরোষ থেকে বাঁচতে বাসভবন থেকে পালালেন রাজাপক্ষে

শ্রীলঙ্কায় জনরোষ থেকে বাঁচতে বাসভবন থেকে পালালেন রাজাপক্ষে

260
0

নিজেস্ব সংবাদদাতা: ফের উত্তপ্ত শ্রীলঙ্কা। শনিবার জনরোষ থেকে বাঁচতে কার্যত তাঁর বাসভবন থেকে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে। সূত্রের খবর, এদিন তুমুল বিক্ষোভ শুরু হয় তাঁর বাসভবনের চারদিকে। এরপর গা ঢাকা দেন তিনি। এদিকে দলীয় নেতৃত্বদের নিয়ে একটি মিটিং ডেকেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে। মূলত জরুরী ভিত্তিতে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য এই মিটিং ডাকা হয়েছে। তিনি স্পিকারকে অনুরোধ করেছেন পার্লামেন্টে গোটা বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। তীব্র ঘোরালো হচ্ছে পরিস্থিতি। দেশজুড়ে চলছে তীব্র অর্থনৈতিক সঙ্কট। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার। খাদ্যসংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানির অভাবে জেরবার সাধারণ মানুষ। সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতেই এই বিক্ষোভ। হাজার হাজার মানুষ কলোম্বর রাস্তায় নেমে পড়েছেন। শনিবার শ্রীলঙ্কার পতাকা কাঁধে নিয়ে রাষ্ট্রপতির বাসভবনের দিকে ছুটতে শুরু করেন বিক্ষোভকারীরা। তাঁদের মাথায় হেলমেট। সাদা প্রাসাদোপম বিল্ডিংয়ের মাথায় উঠে পড়েন তাঁরা। প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এরপর আত্মরক্ষার জন্য বাসভবন ছাড়েন রাজাপাক্ষে। প্রাণভয়ে নিরাপত্তারক্ষীরাও গা ঢাকা দেয়। ঘটনায় জখম হয়েছেন অন্তত ২১জন। জখমদের মধ্যে দুজন পুলিশকর্মীও।

Previous articleএবার মদ বন্ধে মহিলা মোর্চাকে মাঠে নামার নির্দেশ শুভেন্দুর
Next articleআর্থিং করা হবে সমস্ত ল্যাম্প পোস্ট: ফিরহাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here