কলম্বো: শ্রীলঙ্কায় অভূতপূর্ব অর্থনৈতিক সংকট। দেশজুড়ে চলছে গণবিক্ষোভ। এর মধ্যে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্ষের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলছে প্রতিবাদ। শনিবার প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লাগানো হয়েছে। এরকম পরিস্থিতিতে আগামী বুধবার পদত্যাগ করবেন রাজাপাক্ষে। ৩০ দিনের জন্য নতুন রাষ্ট্রপতি হবেন স্পিকার। এর মধ্যে সংসদ নতুন নেতা নির্বাচন করবে।