শেষ ষোলতে সেনেগাল ও নেদারল্যান্ডস

    144
    0

    কাতার, ২৯ নভেম্বর: প্রথম পর্বেই বিশ্বকাপ থেকে বিদায় নিল আয়োজক দেশ কাতার। ছিটকে গেল ইকুয়েডরও। মঙ্গলবার ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে চলে গেল সেনেগাল। অন্যদিকে গ্রুপ-এ থেকে নকআউট পর্বে পৌঁছল নেদারল্যান্ডস। গ্রুপ-বি থেকে যে দুই দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠবে, তাদের বিরুদ্ধেই নামতে হবে নেদারল্যান্ডস ও সেনেগালকে।

    Previous articleবিরাটিতে অগ্নিকান্ডে মৃত্যু বাবা ও ছেলের
    Next articleগুজরাট বিধানসভা ভোটের শেষ দফার প্রচার শেষ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here