নতুন দিল্লি, ২৭ সেপ্টেম্বর: মঙ্গলবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই-এর বিরুদ্ধে ফের শুরু হয়েছে এনআইএ অভিযান। দেশের ৭-৮ টি রাজ্যে দ্বিতীয় দফার এই অভিযান চলছে। কিছু মূল্যবান নথি সহ গ্রেপ্তার করা হয়েছে আরও কয়েকজনকে। এই ঘটনার প্রেক্ষিতে দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রশাসন। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই ধারার আওতায় রয়েছে রোহিনী, জামিয়া মিলিয়া ও নিজামুদ্দিন। কোনওরকম উত্তেজনা বা সংঘাত এড়াতে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বেশ কয়েক জায়গায় নামানো হয়েছে আধাসেনা। আধাসেনার নজরদারিতে রয়েছে দিল্লির শাহিনবাগ এলাকাও।