নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কলকাতা পুরসভার পক্ষ থেকে রবিবার জানানো হয়েছে, কোভিড টীকার প্রিকশন ডোজ প্রদান করা শুরু হবে ১০ জানুয়ারি সোমবার থেকে। কারা এই বুস্টার ডোজ পাওয়ার যোগ্য, কিভাবে রেজিষ্ট্রেশন করা হবে তার বিস্তারিত জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। ইতিমধ্যে পুরসভার তরফ থেকে একটি পোর্টালও চালু করা হয়েছে। উক্ত পোর্টালেই রেজিষ্ট্রেশন করতে হবে বুস্টার ডোজের জন্য।
মূলত ষাটোর্ধ্ব ব্যক্তি, যাঁদের কোমর্বিডিটি আছে, তাঁরাই এই বুস্টার ডোজ পাওয়ার যোগ্য। এছাড়া স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধারা এই বুস্টার ডোজ নিতে পারবেন। করোনা টীকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস পর এই প্রিকশন ডোজ দেওয়া হবে। যাঁরা ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন, তাঁরা সুস্থ হওয়ার তিন মাস পর প্রিকশন ডোজ নিতে পারবেন। একথা জানান স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ।