মৃন্ময় ভট্টাচার্য
ছুঁড়বো ভালবাসার বোমা
শত্রু মনোভাবাপন্নদের,
ফাটলে যদি সুগন্ধ ছড়ায়
সেটাই হবে জিত সবাইয়ের।
অনেক লড়াই রক্তক্ষয়ে
জিত কি আজও হল কারও?
মৃত্যুমুখে দাঁড়িয়ে সবাই
এবার নাহয় হাতটা ধরো।
দূষণ বেলুন ফাটিয়ে মনের
মুক্তমনে সামনে চলে,
যে কটাদিন পথটা বাকী
হাসব হাসি দূষণ ভুলে।