কলকাতা: শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘে ঢাকবে৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে সাইক্লোন আপডেটে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত বঙ্গোপসাগরের ওপর তৈরি নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে গভীর নিম্নচাপে পরিণত হয়। মঙ্গলবারের পর থেকে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে আরও এগোচ্ছে এবং ঘনীভূত হয়েছে নিম্নচাপ। এরপর আস্তে আস্তে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে৷
সাইক্লোনিক স্টর্ম তামিলনাড়ুর উত্তর, পুদুচেরি এবং পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে এই সাইক্লোনের সবচেয়ে বেশি প্রভাব পড়বে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল৷ বিভিন্ন জায়গায় গড়ে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইতে পারে আগে থেকেই৷ এর সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা৷ ৯ ও ১০ তারিখ আরও বেশি করে বৃষ্টি হবে৷ বৃষ্টির তীব্রতা ক্রমশ বাড়বে৷
এছাড়াও বায়ুর গতিও প্রবল হতে চলেছে৷ গড়ে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া চলবে৷ এছাড়াও গাস্টিং স্পিড সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা অবধি হতে পারে৷ এদিকে কলকাতায় বেশ ভালই শীতের স্পেল জারি৷ সর্বনিম্ন তাপমাত্রা ফের একবার কমল বুধবার ভোরে৷ এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক৷
মঙ্গলবার ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা৷ সাইক্লোন মনদাউসের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ায় বড় পরিবর্তন হতে পারে৷ উপকূলের দিকে যখন সাইক্লোন এগোবে তখন আবহাওয়ার পরিবর্তন হতে পারে৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে৷ আকাশ মেঘলা হবে৷ দিনের তাপমাত্রা সামান্য কমলেও বাড়বে রাতের তাপমাত্রা।শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘে ঢাকবে৷
এদিকে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬১ শতাংশ৷ বঙ্গোপসাগরে যখন প্রবল বৃষ্টি-ঝড়ে জেরবার, তখন উত্তর ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ফের জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ডে নতুন করে তুষারপাত হতে পারে৷ সেই পশ্চিমি ঝঞ্ঝা পেরিয়ে গেলে ফের নতুন করে শীতের ইনিংস অনুভূত হবে৷