Home District শুকিয়ে যাচ্ছে গাঁদা

শুকিয়ে যাচ্ছে গাঁদা

115
0

লালবাগ: আগেই জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। তারপর গত কয়েকদিন ধরে উষ্ণতার পারদ ধারাবাহিকভাবে  ঊর্ধ্বমুখী। মঙ্গলবার বেলা ১২টার পর উষ্ণতা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় পৌঁছে যায়। এদিকে প্রতিদিন সকাল গড়িয়ে দুপুর হতেই লু বইছে। টানা এই দাবদাহে লালবাগ মহকুমার গাঁদাফুল চাষিরা চরম সমস্যায় পড়েছেন। বাজারে চাহিদা না থাকলেও গাছে ফুল রাখার উপায় নেই। একদিন দেরি হলেই গাছেই ফুল শুকিয়ে যাচ্ছে। ফলে গত কয়েকদিন ধরে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ফুল চাষিরা। এদিকে আরও দিন কয়েক জেলায় তাপপ্রবাহ চলবে হাওয়া অফিসের এই বার্তায় চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে। একমাত্র ঝমঝমিয়ে বৃষ্টি বর্তমান পরিস্থিতি থেকে রেহাই দিতে পারে। তাই বৃষ্টির অপেক্ষায় আকাশের দিকে তাঁকিয়ে দিন গুনছেন চাষিরা।

Previous articleআজ সোনা রূপার বাজার দর
Next articleবাড়ছে এসি বিক্রি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here