শীর্ষ কর্তার বক্তব্যের দায় নিল না আইএমএফ

    41
    0

    ওয়াশিংটন: ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)-এর এগজিকিউটিভ ডিরেক্টর ও ভারতের দায়িত্বপ্রাপ্ত কর্তা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যনের বক্তব্যের দায় নিল না খোদ সংস্থাই। গত ২৮ মার্চ দিল্লির একটি অনুষ্ঠানে কৃষ্ণমূর্তি দাবি করেছিলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধি ৮ শতাংশে পৌঁছাতে পারে। এর জন্য গত দশ বছরে ভারতে যে সব নীতি নিয়েছে, সেগুলি দ্বিগুণভাবে প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি অন্য সংস্কারও করতে হবে।

    যদিও আইএমএফের তরফে ভারতের আর্থিক বৃদ্ধির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তার সঙ্গে কৃষ্ণমূর্তির দাবি মিলছিল না। বিষয়টি নিয়ে আইএমএফের তরফে বৃহস্পতিবার সংস্থার মুখপাত্র জুলি কোজাক জানান, ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে কৃষ্ণমূর্তি যা বলেছেন, তা সংস্থার দৃষ্টিভঙ্গি নয়। ভারতের দায়িত্বপ্রাপ্ত কর্তা হিসেবে উনি এই কথা বলেছেন। কোজাক আরও বলেছেন, ‘আমাদের এগজিকিউটিভ বোর্ড রয়েছে। ওই বোর্ডের সদস্য এগজিকিউটিভ ডিরেক্টররা এক একটি দেশ বা একগুচ্ছ দেশের প্রতিনিধিত্ব করেন। এই বোর্ডের কাজ আইএমএফের কর্মীদের থেকে আলাদা। আর কয়েক সপ্তাহের মধ্যেই আর্থিক বৃদ্ধি নিয়ে নতুন পূর্বাভাস প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

    Previous articleরেপো রেট: প্রধানমন্ত্রীর উল্টো সুরে আরবিআই
    Next articleরাজ্যে প্রথম দফার ভোট প্রক্রিয়া শুরু

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here