কলকাতা, ৫ নভেম্বর: একটি সদ্যোজাত শিশুমৃত্যুকে কেন্দ্র করে আর জি কর হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলল শিশুটির পরিবার। শিশুটি জন্মানোর পাঁচ দিনের মাথায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়াল হাসপাতালে।
শিশুটির পরিবার ও আত্মীয়স্বজনদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। তাঁরা বিক্ষোভ দেখান ডেপুটি সুপারের অফিসের সামনেও। তাঁদের অভিযোগ, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী থাকা সত্ত্বেও কিভাবে শিশুটির শরীরে এতবড় আঘাতের চিহ্ন পাওয়া গেল।