Home District শিশু দিবস পালন

শিশু দিবস পালন

157
0

নবদ্বীপ: পাঁচ বছরের কৃষ্ণেন্দু সরকার জানে না দিনটির বিশেষ তাৎপর্য। শুধু জানে জন্মদিনের নিমন্ত্রণ। তাই সবার সঙ্গে এসেছে সে। তবে পঞ্চম শ্রেণির অনন্যা, লক্ষ্মী, সায়ন ওরা জানে আজ শিশু দিবস। কিন্তু, এদিন কার জন্মদিন? সেটা অবশ্য ওরা সবাই জানে না। ১৪ নভেম্বর শিশু দিবস। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। জওহরলাল নেহরু তাঁর জন্মদিনে সকাল থেকে শিশুদের সঙ্গে সময় কাটাতেন। তাঁর মৃত্যুর পর থেকে এই দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয়। এই বিষয়টি বড়রা বুঝিয়ে দেন কচিকাঁচাদের।

Previous articleআড়াই মাস পর যুবক হত্যায় ধৃত মহিলা
Next articleঅবনতি হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here