ওয়াশিংটন: লক্ষ্যভ্রষ্ট গুলিতে বেঘোরে মৃত্যু হয়েছিল পাঁচ বছরের এক ভারতীয় বংশোদ্ভূত শিশুকন্যার। আমেরিকার লুইসিয়ানায় দু’বছর আগের এই মর্মান্তিক ঘটনায় সাজা হল এক মার্কিন নাগরিকের। দোষী সাব্যস্ত যুবককে ১০০ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্কহাউস ড্রাইভের একটি হোটেলের মালিক ছিলেন ভারতীয় বংশোদ্ভূত দম্পতি বিমল ও স্নেহাল প্যাটেল। হোটেলের নীচের একটি ঘরে পাঁচ বছরের মেয়েকে নিয়ে থাকতেন তাঁরা। ২০২১ সালে ওই ঘটনার দিন হোটেলের নীচের একটি ঘরে খেলা করছিল মেয়েটি। সেই সময় হোটেল লাগোয়া পার্কিং লটে দুই ব্যক্তির বচসা বেধে যায়। নিজেদের মধ্যে এই ঝামেলা চলার সময় জোসেফ লি স্মিথ নামে যুবক অন্য ব্যক্তিকে তাক করে গুলি ছোঁড়ে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়া নামে ওই শিশুর মাথায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় মায়াকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন পর তার মৃত্যু হয়।