২৬ মার্চ, পশ্চিম মেদিনীপুর: আজ, পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের একটি জনসভায় দেশে শিল্পের উন্নতি নিয়ে মোদিকে খোলাখুলি আক্রমণ করলেন মমতা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ‘শিল্পের উন্নয়ন থেমে গেছে, শুধু মোদির দাঁড়ির বাহার হয়েছে।’
ডেবরার জনসভায় তিনি আরও বলেন, বিজেপির দুটো সিন্ডিকেট আছে। একজন দাঙ্গাবাজ দিল্লি, গুজরাট আর উত্তরপ্রদেশে দাঙ্গা করছে। আর অন্যজন শিল্প কারখানা বন্ধ করে শুধু দাঁড়ির উন্নতি করে চলেছে। মমতা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, তিনি নিজেকে গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়েও বড় মনে করেন। একটা সময় তিনি নিজেকে স্বামী বিবেকানন্দ ভাবতেন। তিনি একটি স্টেডিয়ামের নাম বদলে নিজের নামে করেছেন। একদিন তিনি দেশটাকে বিক্রি করে দেবেন। তারপর নিজের নাম রাখবেন। তাঁর মাথায় কিছু গোলমাল আছে। মনে হয় স্ক্রুটা ঢিলা আছে।
উল্লেখ্য, আগামী ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার ভোট শুরু হচ্ছে। ২৯ এপ্রিল অষ্টম দফার ভোটের মাধ্যমে এই নির্বাচন শেষ হবে। আর এই ভোট প্রচারে তৃণমূল ও বিজেপির বাকযুদ্ধ তীব্র আকার নিয়েছে। একদিকে মোদি, আমিত শাহ। আর অন্যদিকে মমতা ও অভিষেক। কেউ কাউকেই এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নন।
Everything is very open with a precise explanation of the challenges. It was definitely informative. Your site is very helpful. Many thanks for sharing!
Thank you very much