শিলিগুড়ি, ৪ নভেম্বর: শিলিগুড়িতে দুর্গা পূজার মতো জগদ্ধাত্রী পুজো ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় এই পূজা। শহরে উল্লেখযোগ্য জগদ্ধাত্রী পূজার মধ্যে অন্যতম আশ্রমপাড়ার পুজো। এবারে এই পুজো ২৪তম বর্ষে পদার্পণ করল। গত রবিবার এই পুজোর উদ্বোধন হয়। বৃহস্পতিবার ছিল বিজয়া দশমী। তবে শুক্রবার সন্ধ্যেবেলায় রীতিমতো ধুমধাম করে মায়ের প্রতিমা বিসর্জন করা হয়।