নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের এক মহিলা কাউন্সিলরকে ফোনে খুনের হুমকির অভিযোগ। ৮ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলরের নাম শালিনী ডালমিয়া। সোমবার শিলিগুড়ি থানাতে এই ঘটনার অভিযোগ জানান তিনি। তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি কাউন্সিলররা। এদিন অভিযোগকারী কাউন্সিলর ডালমিয়া বলেন, গতকাল গভীর রাতে বেশ কয়েকবার আমাকে ফোন করা হয়। এরপর সকালে মেসেজ ইনবক্সে দেখেন, বাজে ভাষায় তাঁকে গালি দেওয়া হয়েছে। এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এদিন এবিষয়ে শিলিগুড়ি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তিনি।