শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বর: শিলিগুড়িতে মালিকহীন ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। ঘটনাস্থলে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। শুক্রবার শিলিগুড়ির সেভক রোডের পোস্ট অফিস মোড়ের কাছে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, স্থানীয়রা একটি কালো ব্যাগ রাস্তার পাশের ফুটপাতে দীর্ঘক্ষন ধরে পড়ে থাকতে দেখেন। এরপর ব্যাগ নিয়ে স্থানীয়দের মনে সন্দেহ হয়। সেজন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি আউট পোস্টের পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগটি ব্যারিকেড করে ঘিরে দেয়। খবর দেওয়া হয় পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে। ব্যাগের মধ্যে কী রয়েছে তা নিয়ে ধন্দ তৈরি হয়। এরপর বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।