শিলিগুড়ি, ২৯শে সেপ্টেম্বর: আগামী মাসের ৭ তারিখ সারা রাজ্যব্যাপী জেলা স্তরে আয়োজিত হবে দুর্গা পূজা কার্নিভাল। এই কার্নিভালকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে তৎপর শিলিগুড়ি পুরনিগম। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের কনফারেন্স হলে দার্জিলিং জেলা শাসক, শিলিগুড়ি পুলিশ কমিশনার, ডেপুটি মেয়র ও মেয়র পারিষদদের পাশাপাশি বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কার্নিভাল নিয়ে বৈঠক সারেন মেয়র গৌতম দেব। এদিন মেয়র জানান, এই বৈঠকে কার্নিভাল নিয়ে সমস্ত আধিকারিকদের সাথে চূড়ান্ত পর্যায়ে বৈঠক করা হয়েছে। শিলিগুড়ি মহাত্মাগান্ধী চকে যেখানে এই কার্নিভালের আয়োজন করা হবে, তা পরিদর্শনে যাবেন মেয়র।