Home Sports শিলিগুড়িতে দিন রাতের ফুটবল প্রতিযোগিতার আয়োজন

শিলিগুড়িতে দিন রাতের ফুটবল প্রতিযোগিতার আয়োজন

228
0

সংকল্প দে, শিলিগুড়ি: শিলিগুড়িতে জমজমাট পরিস্থিতি। রাস্তাঘাট দোকান বাজারে জনসমাগম চোখে পড়ার মতো। এরই মধ্যে আজ শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আশ্রমপাড়া রামকৃষ্ণ ময়দানে এক দিনের ডে-নাইট নকআউট মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বিভিন্ন দল। ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। ডে নাইট ফুটবল প্রতিযোগিতা দেখতে প্রচুর মানুষ দর্শক আসনে বসে খেলার মজা উপভোগ করছেন।

Previous articleউত্তরপ্রদেশের এক যুবককে ১৫ দিনে আটবার একটি সাপের আক্রমণ, মানুষের মনে আতঙ্ক
Next articleময়নাগুড়িতে অঙ্গনওয়াড়ির উদ্যোগে শিশুর অন্নপ্রাশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here