Home District শিলচর রাধামাধব কলেজের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির

শিলচর রাধামাধব কলেজের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির

107
0
Health Camp of Silchar Radhamadhab College

শিলচর: শিলচর রাধামাধব কলেজের উদ্যোগে কাছাড় জেলার বিহাড়া যুধিষ্ঠির সাহা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় রবিবার সকাল ১০ টা নাগাদ আরম্ভ হয় এক স্বাস্থ্যপরীক্ষা শিবির। এদিন প্রায় পাঁচ শতাধিক রোগীদের স্বাস্থ্যপরীক্ষা করে বিনামূল্যে যাবতীয় ঔষধপত্র দেওয়া হয়। এদিনের স্বাস্থ্য শিবিরে তিন জন ডাক্তার উপস্থিত ছিলেন। যথাক্রমে ডাঃ অর্ক জ্যোতি সাহা, ডাঃ রাজদীপ দাস, ডাঃ পিকলু ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন বিহাড়া যুধিষ্ঠির সাহা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ইনচার্জ নিরূপম নাথ, স্কুলের এস এম সি সভাপতি নিখিল চন্দ্র দেব, গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি কুমুদ রায়, জ্যোতির্ময় ভট্টাচার্য্য, তরুণ মালাকার। এছাড়া রাধামাধব কলেজ থেকে উপস্থিত ছিলেন, ডঃ অসীমা রায়, উপাধ্যক্ষ রাধামাধব কলেজ, শিলচর, ডঃ রাহুল চক্রবর্তী, ডঃ জীবন দাস, ডঃ রুমা নাথ চৌধুরী, ডঃ সোনালী চৌধুরী, ডঃ বিধান বর্মা, ডঃ কালিপদ দাস, অরুনাভ ভট্টাচার্য্য। সহযোগিতায় ছিলেন, ঈশান বড়ভুইয়া, গোপী দত্ত, শৈলেন দাস, বাসব দাস পোদ্দার, শিবেন্দ্র দাস।

Previous articleমিজোরাম রোডে বাইক দুর্ঘটনা
Next articleঘাটালে দৃষ্টিহীন পড়ুয়া, বয়স্কদের নিয়ে পিকনিকের উদ্যোগ নিলেন সাংসদ দেব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here