শিলচরে রেলে কাটা পড়ে মৃত যুবক

    133
    0

    শিলচর: শিলচরে রেলে কাটা পড়লেন এক যুবক। ঘটনাটির বিবরণে জানা যায়, শিলচরের রামনগরে আজ সকালে এই ঘটনাটি ঘটে। শিলচর-আগরতলা এক্সপ্রেস রেলে কাটা পড়েন ওই যুবক। স্থানীয় লোকেরা রেলে কাটা যুবককে দেখে সঙ্গে সঙ্গে খবর দেন তারাপুর আউট পোস্টে। সঙ্গে সঙ্গে তারাপুর আউট পোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত যুবকের দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। রেলে কেটে যুবকের মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত যুবকজনের নাম অমিত দেব। বয়স ২৫। তাঁর বাড়ি শিলচর নাগাটিল্লাতে বলে প্রাথমিক অনুমান।

    Previous articleআজ সোনা রুপার বাজার দর
    Next articleভারত গুরুত্বপূর্ণ সহযোগী, মন্তব্য আমেরিকার

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here