শিলচর: আজ শিলচরের দানিশ ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অফ ডায়নামিক শিলচরের যৌথ উদ্যোগে দুঃস্থদের মধ্যে শীত কম্বল বিতরণ ও মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। দানিশ ফাউন্ডেশনের সভানেত্রী নবীনা মজুমদার বলেন, আজকে প্রায় পঞ্চাশ জনের অধিক গরিব ও দুঃস্থদের মধ্যে শীতকম্বল সহ মধ্যাহ্ন ভোজন বিতরণ করা হয়। প্রায় সময়েই এইভাবে সমাজে বসবাসকারী গরীব ও দুঃস্থদের মধ্যে মধ্যাহ্ন ভোজন বিতরণ করে থাকি। সম্পাদক রফিহুল ইসলাম বড়ভূইয়া বলেন, আজকের এই ইংরেজি ২০২২ সালের শেষ দিনে এই গরীবদের সেবা করে আমরা খুব বেশি আনন্দিত। দানিশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী ইংরেজি নতুন বৎসরের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিনাজ উদ্দিন বড়ভূইয়া, সাজিজ মঈন উদ্দিন বড়ভূইয়া, এইচ.এম. বজনূল নূর সহ আরও অন্যান্যরা।