Home District শিলচরবাসী সাপ্লাই পানীয় জল থেকে বঞ্চিত

শিলচরবাসী সাপ্লাই পানীয় জল থেকে বঞ্চিত

131
0

শিলচর: শিলচর মিউনিসিপ্যাল সাপ্লাই পানীয় জল থেকে বঞ্চিত। অনেকদিন ধরে অভিযোগ করেন শিলচর জানিগঞ্জের ভুক্তভোগী জনতা। আজ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ভুক্তভোগী জনতা বলেন, বিগত অনেক দিন থেকে উনারা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। প্রায় সময় উনারা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে থাকেন। ভুক্তভোগী জনতা আরও বলেন, অনেক বার উনাদের জলের সমস্যা নিয়ে শিলচর মিনিসিপাল কর্মীদের সাথে কথা বললেও কোনও লাভ হয়নি। জনতারা বলেন, জল আসে, কিন্তু জল ব্যবহার করার উপযোগী নয়। যে জল আসে, সেই জলের রং লাল। সেই জল দিয়ে রান্নাবাড়া ও জল পান করলে বিভিন্ন রোগের সমস্যা দেখা দিতে পারে বলে জানান ভুক্তভোগীরা। তাই আজ সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসামের মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন অতি সত্তর তাঁদেরকে বিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করে দেওয়ার জন্য। ভুক্তভোগী জনতা আরও বলেন, উনারা যদি বিশুদ্ধ পানীয় জল না পান, তাহলে আগামী দিনে আন্দোলনে নামবেন বলে জানান।

Previous articleশনিবার সন্ধ্যে থেকে মকর সংক্রান্তির লগ্ন শুরু
Next articleবিধায়কের বিতর্কিত মন্তব্যে সরব হয়ে উঠেছে চন্ডিচরণবাসী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here