Home District শিক্ষক-শিক্ষিকাদেরবদলির নিয়ম মানতেই হবে: হাইকোর্ট

শিক্ষক-শিক্ষিকাদেরবদলির নিয়ম মানতেই হবে: হাইকোর্ট

104
0

কলকাতা: ইতিমধ্যেই বদলির নতুন নিয়ম কার্যকর করেছে রাজ্য সরকার। সেই নিয়ম শিক্ষকদের মানতেই হবে। নির্দেশ না মানলে চাকরি জীবনে ছেদ পড়বে। সোমবার কড়া ভাষায় এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। 
বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, বদলির নতুন নিয়ম নিয়ে প্রচুর মামলা দায়ের হয়েছে। কিন্তু শিক্ষকদের বদলি নীতি মানতেই হবে। তবে ওই নীতিতে কোথাও ত্রুটি রয়েছে কি না, সেটাও দেখা হবে। পরের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উপস্থিত থেকে বিষয়টি জানাবেন। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। 

Previous articleএকটি প্রণামেই জোড়া লাগল ভাঙা সংসার
Next articleইম্ফল থেকে কলকাতার বিমান ভাড়া বাড়ল ৮ গুণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here