Home Kolkata শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি, টানা জেরায় অসুস্থ মন্ত্রী

শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি, টানা জেরায় অসুস্থ মন্ত্রী

212
0

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আজ সাত সকালে আচমকা রাজ্যের ১৩ জায়গায় ইডির তল্লাশি। শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক পদস্থ ব্যক্তির বাড়িতে হানা দেয় এই কেন্দ্রীয় এজেন্সি। জানা গিয়েছে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, প্রাক্তন পর্ষদ সভাপতি শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অপসারিত প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। তাঁদেরকে দীর্ঘ জেরা করা হয় বলেও সূত্র মারফত জানা গিয়েছে। এদিকে টানা সাত ঘন্টার জেরায় অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই অভিযোগ করেছেন মেয়র ফিরহাদ হেকিম। তিনি বলেন, বিজেপি এখন প্রতিহিংসার রাজনীতি করছে।

Previous articleবাঁকুড়ায় হাসপাতালে আগুন, তিনতলা থেকে ঝাঁপ এক রাঁধুনির
Next article“ভেড়ার দলে রাজা শেয়াল”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here