অপর্ণা সেন, কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে পার্থ ও কল্যাণময়কে দফায় দফায় জেরা করছে সিবিআই। কিন্তু দুজনেই নিয়োগ কাণ্ডে দায় এড়িয়ে যাচ্ছেন বলে সিবিআই সূত্রে খবর। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছেন, ‘আমার ভূমিকা খুব সীমিত ছিল, গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দপ্তর। আমি আধিকারিকদের উপর ভরসা করতাম। শিক্ষা দপ্তর থেকে ফাইল আসত। আমি সেই ফাইলে সই করতাম মাত্র।’ ফলে তাঁর এই মন্তব্যের জেরে শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে দায় গিয়ে পড়ছে দপ্তরের আধিকারিকদের উপর। এজন্য শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।