Home District শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দুই ছাত্রীর মৃত্যু

শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দুই ছাত্রীর মৃত্যু

182
0

নিজস্ব সংবাদদাতা, চোপড়া : সোমবার শিক্ষক দিবসের দিন ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। শিক্ষক দিবস পালন করে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই ছাত্রীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ধুমডাঙি রেল স্টেশন সংলগ্ন বামগছ এলাকায়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতদের নাম আসিফা খাতুন ও নূরাশা খাতুন। তারা সম্পর্কে দুই বোন। তাঁদের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। তারা দুজনেই মহম্মদ বক্স হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল। রেল পুলিশ সূত্রে জানা যায়, এই দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রেন লাইন পারাপরের সময় দুই বোনের মৃত্যু হয়। ডাউন রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এনজেপির রেল পুলিশ ও চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠায়। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে রেল পুলিশ ও চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Previous articleসিতাইয়ে WBTPTA সিতাই সার্কলের শিক্ষক দিবস কর্মসূচিতে উপস্থিত বিধায়ক
Next articleস্টেট্ এডেড শিক্ষকদের বৈষম্যের প্রতিবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here