পাটনা: শিক্ষকের মারধরে জ্ঞান হারাল ছাত্র! অমানবিক দৃশ্য ধরা পড়ল বিহারে। পাটনার ধনরুয়া ব্লকের ঘটনা। ভিডিও ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, এমন নির্মম ঘটনা ঘটেছে একটি কোচিং ক্লাসে। খবর পেতেই স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বাচ্চার অবস্থা দেখে শিউরে চিকিৎসকরাও। স্থানীয়রা বাকি বাচ্চাদের থেকে এরপর জানতে পারেন ওই শিক্ষকের কুকীর্তির কথা। ওই শিক্ষককে খুঁজে বের করে এবার তাঁর উপরই চড়াও হন সাধারণ মানুষ। ওই কোচিং সেন্টারের মালিক অমরকান্ত কুমার জানান, ছোটু উচ্চ রক্তচাপের রোগী। রাগের মাথায় এমন কাণ্ড ঘটিয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বলা হয়েছে, অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকের পরিচয় তাঁর আচরণ, শান্ত স্বভাবের মধ্যে দিয়ে ফুটে ওঠে। অমানবিকতা দেখে বিস্মিত নেটদুনিয়াও।
মার সহ্য করতে না পেরে তাঁর পায়ে পড়ে যায় বাচ্চাটি। যাতে শিক্ষক আর না মারেন কাঁদতে কাঁদতে কাকতি-মিনতি করতে থাকে । কিন্তু সেসব কানে তোলেনি গুণধর শিক্ষক। বেধড়ক মার খেয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে বাচ্চাটি। অন্য বাচ্চাদেরও ভয়ে সিঁটিয়ে যেতে দেখা যায় সহপাঠীকে মার খেতে দেখে।