Home Kolkata শহরে মাটির নীচ দিয়ে কেবল-ইন্টারনেটের তার

শহরে মাটির নীচ দিয়ে কেবল-ইন্টারনেটের তার

89
0

কলকাতা: মাটির তলা দিয়ে নিয়ে যেতে হবে কেবল, ব্রডব্যান্ড ও ইন্টারনেটের তার। বছরখানেক আগে হরিশ মুখার্জি রোডে সেই কাজ হয়েছে। এই পর্যায়ে শহরের আরও ২৪ কিলোমিটার রাস্তায় ফুটপাতে ভূগর্ভস্থ পাইপলাইন পাতা হচ্ছে। রাস্তায় তারের জঙ্গল সরিয়ে দৃশ্যদূষণ রুখতে এই পদক্ষেপ বলে জানিয়েছে কলকাতা পুরসভা।

বেলভেডিয়ার রোড, জাজেস কোর্ট রোড, আলিপুর রোড, বেকার রোড ও আর পি গোয়েঙ্কা সরণি, শহরের এই পাঁচটি রাস্তায় পাইপলাইন পাতা হচ্ছে। এই কাজ রাস্তা খুঁড়ে হচ্ছে না। ফুটপাতের তলা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মোটা আকারের পাইপ। প্রসঙ্গত দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কেবল, ইন্টারনেট ও ব্রডব্যান্ড সংযোগকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে সরকারি নীতি স্পষ্ট করে দিয়েছিলেন। তখন জানিয়ে দিয়েছিলেন রাস্তার উপরে তারের জঞ্জাল রাখা যাবে না। তারপর ঠিক হয় শহরজুড়ে অব্যবহৃত তার কেটে ফেলা হবে। বাকি তার একত্র করে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। হরিশ মুখার্জি রোডে এই কাজের জন্য পাইলট প্রজেক্ট হয়। সে কাজে সাফল্য মিলেছে বলে মনে করে পুরসভা।

Previous articleতিলজলা কাণ্ডে উদ্দেশ্য ছিল ধর্ষণ
Next articleফের শিক্ষাদপ্তরকে ভর্ৎসনা বিচারপতির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here