কলকাতা: শনিবার ভোররাত ও সকালে শহরে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন ভোরে চারু মার্কেট থানা এলাকার একটি বন্ধ বেকারিতে আগুন লেগে যায়। এতে বেকারি সম্পূর্ণ ভস্মীভূত হয়। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পুলিস সূত্রে খবর, এদিন ভোট চারটে নাগাদ ওই বেকারিতে আগুন দেখতে পান স্থানীয়রা। দাহ্যবস্তু থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে পুলিসের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানা।
অন্যদিকে, এদিন বৈষ্ণবঘাটায় গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি ট্রাকে আচমকা আগুন ধরে যায়। সিলিন্ডার থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, খবর দেওয়ার খুব কম সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। বড়সড় বিপর্যয় ঘটার আগেই নিভিয়ে ফেলা হয় ট্রাকের আগুন। এরপরে বেশ কিছুক্ষণ ধরে সিলিন্ডারগুলিকে ঠান্ডা করার প্রক্রিয়া চলে।