কলকাতা: আগামী রবিবার কলকাতা আসছেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজসিং রূপন। অভিজাত বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য মরিশাসের রাষ্ট্রপ্রধান ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দু’দিনের সফরে শহরে পা রাখছেন। ভারত বংশোদ্ভব বহু মানুষ এই দেশের নাগরিক। সেই সূত্রে আগামী দিনে কলকাতার সঙ্গে মরিশাসের বিভিন্ন বিষয়ে আদান-প্রদানের বিষয়টি আরও সহজ করতেই এই উদ্যোগ।