প্রিয়াশ্রী খাঙ্গার ও সংকল্প দে, বীরভূম: চাষীদের রক্ষা করার জন্য অর্থাৎ রক্ষাকবচ হিসাবে চাষীদের পাশে দাঁড়াতে পারে রাজ্যের একটি প্রকল্প। সেই প্রকল্পের নাম হল বাংলা শস্য-বীমা। খরিফ মরসুমে ধান ও ভুট্টা ফসলের ক্ষেত্রে এই বীমা করানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।রাজ্য সরকারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করার ফলে রবি শস্যের জন্য বীমা করাতে পারবেন।
সম্প্রতি রাজ্য কৃষি দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে জানানো হয়েছে, চলতি মরসুমে শীতকালীন চাষের জন্য বীমা করানো যাবে। এই বীমা প্রকল্পের ক্ষেত্রে ফসলের প্রিমিয়ামের পুরো টাকা দেবে রাজ্য সরকার। এই বীমা করানো থাকলে ফসল নষ্ট হয়ে গেলেও তার ক্ষতিপূরণ হিসাবে টাকা দেবে রাজ্য। চাষীরা যাতে রাজ্য সরকারের এই বাংলা শস্য বীমার জন্য আরও বেশি করে আবেদন করতে আগ্রহ দেখান, সেজন্য বুধবার বীরভূমের জেলাশাসক বিধান রায়ের হাত ধরে একটি ট্যাবলোর উদ্বোধন করা হল। এই ট্যাবলোটি গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরবে। এই বীমা সম্পর্কে চাষী ভাইদের জ্ঞাত করবে।