কলকাতা, ২৩ নভেম্বর: বুধবার বাংলার রাজ্যপাল পদে শপথ নিলেন সি ভি আনন্দ বোস। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তাঁকে শপথবাক্য পাঠ করালেন।
জানা গিয়েছে, প্রাক্তন IAS অফিসার সি ভি আনন্দ বোস কেরলের বাসিন্দা। তবে পড়াশোনা করেছেন মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল আকাদেমিতে। একসময় তিনি কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে কাজ করতেন। একসময়ে ভারত সরকারের সচিব, মুখ্য উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন।