Home Kolkata শনিবার থেকে শিয়ালদহ শাখায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

শনিবার থেকে শিয়ালদহ শাখায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

233
0

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শনিবার গভীর রাত থেকে শিয়ালদহ শাখায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। রবিবার সাড়ে ন’টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। জানা গিয়েছে, শিয়ালদহ-দমদমের মাঝে ২২ নম্বর ব্রিজের গার্ডারিংয়ের কাজ হবে। সেজন্য পূর্ব রেল বিভিন্ন শাখার ৩৮টি লোকাল বাতিল করেছে। এর ফলে নিত্যযাত্রীরা সমস্যায় পড়তে চলেছেন। লোকাল ট্রেনের পাশাপাশি, দেরিতে ছাড়বে দূরপাল্লার আপ ট্রেনগুলিও। দূরপাল্লার বেশ কিছু ট্রেন এই সময়ে শিয়ালদহ ও কলকাতায় আসার কথা রয়েছে। সেগুলি মাঝপথে দাঁড় করিয়ে রাখা হবে বলে জানা গিয়েছে। এই ট্রেনগুলি হল ডাউন গৌড়, দার্জিলিং, কাঞ্চনকন্যা, বালিয়া, পদাতিক এক্সপ্রেসকে। বেশকিছুক্ষণ দেরিতে ছাড়বে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এদিকে ভোর রাত থেকে আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে হাবড়া, ডানকুনি, রানাঘাট, কল্যাণী, দত্তপুকুর, হাসনাবাদ, বারাকপুর, নৈহাটি, বারাসত, শান্তিপুর, বজবজ, গেদে লোকাল।
অন্যদিকে, সব ট্রেনে ফিরে আসছে অসংরক্ষিত কামরা। জুলাই মাসের শুরু থেকেই এই প্রক্রিয়া চালু হবে। কোভিডের আগের পরিস্থিতিতে যেমন ছিল, এই পরিষেবাকে সেই অবস্থায় নিয়ে আসা হচ্ছে। উল্লেখ্য ট্রেনে উঠতে গেলে এখন সিটিং কোচেও দিতে হয় ১৫ টাকা। সেই চার্জ আর লাগবে না। রেলমন্ত্রী অসংরক্ষিত কামরা চালুর নির্দেশ দিয়েছিল বেশ কয়েক মাস আগে। কিন্তু প্রিমিয়াম ট্রেনগুলিতে এতদিন অসংরক্ষিত কোচ চালু হয়নি। যদিও সাধারণ ইন্টারসিটি ট্রেনগুলিতে সেই ব্যবস্থা চালু ছিল। ফলে ১৫ টাকা করে রেল রিজার্ভেশন চার্জ সিটিং কোচেও নেওয়া হচ্ছিল।

Previous articleপাত্রী চাই
Next articleকরোনার জেরে পুরীর রথযাত্রায় জারি একগুচ্ছ নির্দেশিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here